নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানে নতুন তালিবান সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নতুন ফতোয়া জারি করেছে তারা। এই নতুন ফতোয়ার ফলে বিভিন্ন সময় গোটা বিশ্বের সমালোচনার মুখে পরলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার কাবুল বিশ্ববিদ্যালয় এবং কাবুল পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে পুরুষ এবং মহিলাদের পড়াশুনার জন্য আলাদা আলাদা দিন ধার্য করেছে তালিবান সরকার। 


বিশ্ববিদ্যালয়ের কর্মী থেকে শুরু করে পড়ুয়া সকলেই সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। বিশ্ববিদ্যালয়ের এর শিক্ষক জানিয়েছেন যে শিক্ষাক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ ইতিবাচক হওয়া উচিত কিন্তু আফগানিস্থানের সরকার এই ক্ষেত্রে অপ্রয়োজনীয় দখলদারির কাজ করছে। 


ছাত্রদের তরফে জানা গেছে যে তারা এতদিন একদিনে তিনটি বিষয়ের পড়াশুনা করেছেন কিন্তু এই নতুন নিয়মের ফলে তাদেরকে একদিনে ছয়টি বিষয়ে পড়তে হবে। এরফলে তাদের উপরে চাপ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে পড়ুয়াদের তরফে। 


উচ্চশিক্ষা মন্ত্রকের প্রকাশিত নতুন সূচী অনুযায়ী, মেয়েদের সপ্তাহের তিন দিন বিশ্ববিদ্যালয়ে যেতে হবে এবং ছেলেদের বাকি তিন দিন যেতে হবে। বর্তমানে দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য এই সময়সূচি তৈরি করা হয়েছে এবং এটি মে মাস থেকে প্রযোজ্য হবে বলে জানা গেছে।


আরও পড়ুন: Russia-Ukraine War: হঠাৎ পুতিনকে কেন গোপন চিঠি লিখলেন নয়া পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ?


এর আগে, তালিবানরা বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়েদের একসঙ্গে পড়া নিষিদ্ধ করেছিল। এছাড়াও মেয়েদের সকালের ক্লাসে বসতে বলা হয়। অন্যদিকে ছেলেদের সন্ধ্যায় ক্লাস করার দেওয়া হয়। আফগানিস্তান জুড়ে মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় আবার চালু করা হয়েছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)