নিজস্ব প্রতিবেদন: তালিবান দখলে আফগানিস্তান। তারপরেই আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টা ভারতের। আপৎকালীন প্রস্তুতি ভরত-সহ একাধিক দেশের। সোমবার রাত ৮.৩০টার বদলে দুপুর ১২.৩০টায় আফগানিস্তানের উদ্দেশে বিমান ছাড়ার কথা ছিল ভারতের। সরকারের নির্দেশে জরুরি পরিস্থিতিতে ভারতীয়ের সরিয়ে আনার জন্য প্রস্তুত রাখা হয়েছে দুটি বিমান। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে প্রস্তুত রাখা হয়েছে বিমান কর্মীদের একটি দলকেও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে আফগানিস্তানে কাবুল ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে বিমানবন্দরে। চলন্ত বিমানের চাকা ধরেও ঝুলে পড়েছেন দেশ ছাড়ার মরিয়া চেষ্টায়। মারাত্মক অবস্থা কাবুলে। 


আরও পড়ুন, Afghanistan: তাজিকিস্তান ফিরিয়ে দিল, আপাতত ওমানে Ashraf Ghani



আফগান প্রেসিডেন্সিয়াল প্যালেসের দখল নিয়েছে তালিবানরা। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ও মিনিস্ট্রি অফ ডিফেন্সেরও দখল নিয়েছে তালিবানরা। সাধারণের জন্য প্রায় ২ দিন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে কাবুলের। আফগানিস্তান থেকে সরাসরি সেই ত্রাসের ছবি দেখালেন জি-এর প্রতিনিধি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)