Afghanistan: পঞ্জশিরে Taliban-প্রতিরোধ বাহিনী জোর টক্কর, `গৃহযুদ্ধ`-র আশঙ্কা করছে আমেরিকা
তালিবান সরকার গঠন নিয়েও আশঙ্কা প্রকাশ।
নিজস্ব প্রতিবেদন: পঞ্জশির (Panjshir) দখলে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে তালিবান। সেখানে জেহাদিদের কড়া টক্কর দিচ্ছে প্রতিরোধ বাহিনী নর্দান অ্যালায়েন্স। এই অবস্থায় গৃহযুদ্ধের আশঙ্কা করছে আমেরিকা।
মার্কিন সেনার জয়েন্ট চিফস অফ স্টাফের (Joint Chiefs of Staff) চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে (U.S. General Mark Milley) বলেন, "আমার অভিজ্ঞতা বলছে পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। তালিবান আদও সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।" ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেনারেল মার্ক মিলে (U.S. General Mark Milley) আরও বলেন, "যদি পরিস্থিতি তালিবানের পক্ষে না আসে তবে, আফগানিস্তানে আল-কায়েদা, IS-এর মাথাচাড়া দেওয়ার আশঙ্কা থাকছে।"
আরও পড়ুন: Kabul: এখনও পুরো নাগালে আসেনি Panjshir, 'চিন্তা নেই' Taliban-দের বার্তা ISI প্রধানের
আরও পড়ুন: World Beard Day: আজ দাড়ি কামিয়েছেন? সাঙ্ঘাতিক ভুল করেছেন! কেন জানেন?
আফগানিস্তানের (Afghanistan) অন্যান্য অঞ্চল দখল করতে পারলেও পঞ্জশিরে (Panjshir) আধিপত্য বিস্তার করতে পারেনি তালিবান (Taliban)। দুর্গম পার্বত্য উপত্যকায় লড়াই করছেন আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ (Former Vice President Amrullah Saleh), আহমেদ মাসুদ ও তাঁদের দলবল। পঞ্জশির প্রদেশে তালিবানদের সঙ্গে যুদ্ধ করছে নর্দান অ্যালায়েন্স।