ওয়েব ডেস্ক : সেতু নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত ভারত-নেপাল সীমান্তের বসহি এলাকা। ইতিমধ্যেই গুলিতে মৃত্যু হয়েছে এক নেপালি নাগরিকের। এদিকে এই ঘটনায় আহত হয়েছেন ভারতে SSB-র ৬ জওয়ান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আরও সুরক্ষা নিয়ে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট


জানা গেছে, বসহি এলাকায় নেপাল সরকারের পক্ষ থেকে একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই সেখানে শুরু হয় বিক্ষোভ। একটা সময় বিক্ষোভ এতটাই বেড়ে যায়, পুলিসকে নামতে হয়। সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় হস্তক্ষেপ করতে হয় SSB-কে। ফলে আক্রান্ত হয় তারাও। পরিস্থিতি স্বাভাবিক করতে চলে গুলি। যদিও, সেই গুলি ভারতের তরফে চালানো হয়েছে বলে দাবি নেপাল পুলিসের।


তবে, নেপাল পুলিসের সেই দাবি মানতে নারাজ SSB। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে কোনও ভাবেই গুলি চালানো হয়নি।