ওয়েব ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়ি বোমা বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম শতাধিক। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, রবিবার স্থানীয় সময় সন্ধে ৭টা নাগাদ কিজিলা স্কোয়্যারে গুভেন পার্কে একটি বাস স্ট্যান্ডের সামনে বিস্ফোরণ ঘটে। সেসময় বাসের জন্য ওই স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন বহু মানুষ। ঘটনাস্থলেই বেশকয়েকজনের মৃত্যু হয়। আহতদের আঙ্কারার ১০টি পৃথক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। বিস্ফোরণের জেরে একটি যাত্রীবাহী বাস সহ একাধিক গাড়িতে আগুন ধরে যায়। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।