থাইল্যান্ডে একাধিক জায়গায় নির্বিচারে গুলি চালাল থাই সেনা জওয়ান, নিহত কমপক্ষে ১৭
পুলিস এখনও পর্যন্ত বুঝতে পারছে না কেন গুলি চালাল ওই সেনা
নিজস্ব প্রতিবেদন: অত্যাধুনিক মেশিনগান হাতে শহরের একাধিক জায়গায় তাণ্ডব চালাল এক থাই সেনা। শনিবার দেশের উত্তরপশ্চিমের নাখোন রাচসিমা শহরের একাধিক জায়গায় হামলা চালায় ওই থাই সেনা জওয়ান। এখনও পর্যন্ত ওই হামলায় মৃত্যু হয়েছে ১৭ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা।
আরও পড়ুন-নজরে আইনশৃঙ্খলা, সোমবার রাজ্যপালের কাছে বিজেপির ১৪ বিধায়ক
থাই পুলিস জানিয়েছে ওই সেনার নামে মেজর জাকরাপন্থ থোম্মা। এখনও ওই হামলাকারী সেনাকে ধরা যায়নি।
কীভাবে ওই হামলা? থাই পুলিস সংবাদমাধ্যমে জানিয়েছে, সেনাবাগহীনির একটি গাড়ি নিয়ে বেরিয়ে যায় ওই সেনা। তার এক এক মেজরকে গুলি করে সে। অস্ত্রসহ সেই ছবি সে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে। ফেসবুকে সে লিখেছে, মৃত্যুকে কেউ এড়াতে পারবে না। সবাইকে একদিন মরতেই হয়।
রাজধানী ব্যাঙ্কক থেকে ২৫০ কিলোমিটার দূরের ওই শহরের একাধিক জয়াগায় গুলি চালায় ওই সেনা। পুলিস এখনও পর্যন্ত বুঝতে পারছে না কেন গুলি চালাল ওই সেনা। শেষবারের মতো তাকে দেখা গিয়েছে একটি শপিং মলের কাছে।
আরও পড়ুন-ধর্মীয় অনুষ্ঠানে বাজির স্তূপে বিস্ফোরণ, তরনতারনে মৃত বহু
এলাকায় সংবাদমাধ্যমে হামালার একাধিক ভিডিয়ো প্রকাশিত হয়েছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি শপিং মলের সামেন গাড়ি থেকে নামল ওই সেনা। তারপরেই সে গুলি চালাতে শুরু করে। ভিডিয়োটির সত্যতা অবশ্য যাচাই করতে পারেনি জি ২৪ ঘণ্টা।