নিজস্ব প্রতিবেদন: থাইল্যান্ডের লুয়াং ন্যাং গুহায় উদ্ধারকাজ চালাতে গিয়ে মৃত্যু হল থাই নৌসেনার এক প্রাক্তন ডুবুরির। নিহত সামান গুনান (৩৮) গুহায় আটকে পড়া শিশুদের অক্সিজেন সিলিন্ডার পৌঁছতে গিয়েছিলেন। ফেরার পথে মৃত্যু হয় তাঁর। গুহামুখ থেকে প্রায় ২ কিলোমিটার দূরে মিলেছে তাঁর দেহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, সম্ভবত সিলিন্ডারের অক্সিজেন ফুরিয়ে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে গুনানের। তবে এই মৃত্যুতে উদ্ধারকাজ থেমে থাকবে না। 


মুখ্যমন্ত্রীর তৈরি করা সরকারি কমিটির চেয়ারম্যান হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়


থাইল্যান্ডের লুয়াং গুহায় গত ২ সপ্তাহ ধরে আটকে রয়েছেন ১২ জন নাবালক-সহ মোট ১৩ জন। দুর্গতরা প্রত্যেকেই থাইল্যান্ডের অনূর্ধ্ব ১৮ ফুটবল দলের খেলোয়াড় ও কোচ। গুহা থেকে জল বার করে তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। তবে লাগাতার বৃষ্টিতে বারবার বাধা পাচ্ছে উদ্ধারকাজ। থাইল্যান্ড ও প্রতিবেশী দেশগুলির অন্তত ১,০০০ উদ্ধারকারী উদ্ধারকাজে নেমেছেন। গুহার মধ্যে সুস্থ রাখার চেষ্টা চলছে দুর্গতদের। পৌঁছে দেওয়া হচ্ছে কম্বল, খাবার ও জল। গুহা থেকে জল বার করার জন্য বসানো হচ্ছে বিশাল পাইপ ও পাম্প।