জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরের উপহার? হ্যাঁ, তো হয়তো বলাই চলে। ২০২৩ সালের শুরুতেই সিলিন্ডারপ্রতি দাম কমল। তবে ঘটনাটি বাংলাদেশের। সেদেশে বাংলাদেশি মুদ্রায় ৬৫ টাকা দাম কমল রান্নার গ্যাসের। অর্থাৎ, বাংলাদেশে এখন থেকে ১২ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে (বাংলাদেশি মুদ্রায়) ১২৩২ টাকা। এত দিন ওই গ্যাস সিলিন্ডার কিনতে দিতে হত ১২৯৭ টাকা। আজ, সোমবারই এলপিজির নতুন দাম ঘোষণা করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবং আজ বিকেল থেকেই কার্যকর হবে নতুন এই দাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: China Covid Deaths: তথ্য গোপনের অভিযোগের মধ্যেই কোভিডে প্রতিদিন ৯০০০ মৃত্যুর খবর প্রকাশ...


বাংলাদেশে এলপিজি সিলিন্ডারের দাম কমার কথা জানিয়েছেন বিইআরসি-র চেয়ারম্যান আবদুল জলিল। গত ডিসেম্বরে সিলিন্ডারপিছু গ্যাসের দাম বাংলাদেশি মুদ্রায় বেড়েছিল ৪৬ টাকা। এই জানুয়ারিতে দাম অবশ্য অনেকটাই কমল। বাংলাদেশবাসীর রান্নাঘরে এখন খুশির হাওয়া সন্দেহ নেই। 


আরও পড়ুন: Tax Free Liquor: করমুক্ত অ্যালকোহল, নতুন সিদ্ধান্ত এই সরকারের...


তবে বিইআরসি সূত্রে এ-ও জানা গিয়েছে, অপরিবর্তিত রয়েছে সরকারি এলপিজির দাম। গাড়িতে ব্যবহৃত এলপিজি, যাকে অটোগ্যাস বলা হয়, তার দামের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। অটোগ্যাসের নতুন দাম নির্ধারিত হয়েছে লিটারপিছু বাংলাদেশি মুদ্রায় ৫৫.৯২ টাকা; যা আগে ছিল ৫৭.৫৫ টাকা।


প্রসঙ্গত, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ২০২১ সালের ১২ এপ্রিলের পরে এই প্রথম এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)