নিজস্ব প্রতিবেদন: হঠাৎ করে একগাদা ধাতব মনোলিথ! পৃথিবীর বিভিন্ন জায়গায়! কোথা থেকে এল? কে রেখে গেল? কেন রেখে গেল? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্ব জুড়ে তোলপাড়। করোনা-আবহেও কিন্তু এ নিয়ে আগ্রহ বিন্দুমাত্র টোল খায়নি। মানুষ বিস্মিত চিত্তে সন্ধান করে যাচ্ছে মনোলিথের রহস্য।


বিজ্ঞানীরা বহুদিন ধরেই এলিয়েনদের নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এলিয়েন রয়েছে বলেই মনে করেন অনেকে। এলিয়েনদের অস্তিত্বের প্রমাণও দিয়েছেন কোনও কোনও বিজ্ঞানী। কিন্তু রোম, রোমানিয়া, ক্যালিফোর্নিয়া-সহ টেক্সাসে পাওয়া গিয়েছে এই আশ্চর্য করে দেওয়া সব মনোলিথ।


কী এই মনোলিথ? অ্যালুমিনিয়ামের মতো কোনও ধাতব বস্তুতে তৈরি একটা জিনিস। এটি আদতে কোন ধাতু, তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। পার্কিং লট, সিনেমা হল, শপিংমল ইত্যাদি জায়গায় এই মনোলিথ পাওয়া যাচ্ছে। প্রথমে মনে করা হচ্ছিল, মজা করছে কেউ। কিন্তু এতগুলি দেশের বিভিন্ন জায়গায় এই কোভিড-আবহে একই রকম ভাবে মনোলিথ পৌঁছে দেওয়া কি নিছক মজা?


বিজ্ঞানীরা মনে করছেন, এই ঘটনার সঙ্গে এলিয়েনদের যোগসূত্র থাকতে পারে। এখন দেখার ব্যাপারটা আসলে কী!


also read: এ বার যে যেতে হবে! বাক্সপ্যাঁটরা গোছানো শুরু করে দিলেন মেলানিয়া ট্রাম্প