চিনের সঙ্গে বন্ধুতা বজায় রাখতে ভিক্ষুক হতে নারাজ উত্তর কোরিয়া
বন্ধুত্বে কি চিড় ধরল? গোটা দুনিয়া এতদিন অভিযোগ করত যে, কমিউনিস্ট বেজিং-এর `প্রশ্রয়ে`ই আন্তর্জাতীক নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে পিয়ংইয়ং-এর স্পর্ধার ক্ষেপণাস্ত্র আকাশ ফুঁড়ছে। কিন্তু এবার সেই বন্ধু রাষ্ট্র চিনের প্রতিই বিরূপ বার্তা কিম জং উনের দেশের। সম্প্রতি উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে চিনকে কড়া ভাষায় বলা হয়েছে, চিনা সংবাদ মাধ্যমে সম্প্রচার অনুযায়ী উত্তর কোরিয়ার পারমানবিক শক্তি প্রকল্প দু`দেশের সম্পর্ককে তলানির দিকে নিয়ে যাচ্ছে। আর তাই যদি হয় তাহলে `ডেমোক্রেটিক পিপল`স রিপাবলিক অফ কোরিয়ার চিনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বজায় রাখাতে ভিক্ষা করবে না`। যদিও চিনের তরফ থেকে জানানো হয়েছে, তাঁদের সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুস্পষ্ট ধারাবাহিকতা থেকে কক্ষচ্যুত হয়নি।