ব্যুরো: কালো কালিতে ছাপা বই। রঙিন কার্টুন। সিনেমা। মোগলির দুনিয়া কিন্তু এখানেই শেষ নয়। অন্তত আফ্রিকার নামিবিয়ার টিপ্পি দিগরেকে দেখলে এমনটাই মনে হবে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন টিপ্পি বেশ পরিচিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


তারপর নোটে গাছটি মুড়োলো।  কিন্তু জঙ্গল বুকের ক্ষেত্রে এ যেন হওয়ার নয়। সেই কবে রুডিয়াক কিপলিং লিখে ফেললেন একটা মাস্টার পিস। তারপর, চলছে তে চলছেই। এবার সেই চলমান গল্পকথার একটা বাস্তব উদাহরণ পাওয়া গেছে। আফ্রিকার নামিবিয়ার জঙ্গলে।



এর নাম টিপ্পি দেগরে। এরই কিছু ছবি পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায়। কখনও চিতার সঙ্গে দুষ্টুমি। কখন হাতির পিঠে চড়ে জঙ্গল ভ্রমণ। কখন পাখির ভিড়ে। বন আর বনজ নিয়েই টিপ্পি।



কিপলিং এর মোগলিকে রিলে আনতে বিস্তর মেহনতি করতে হয়েছে। গবেষণাও কম নয়। মোগলি হিট। এবার দেখা গেল এমন একজনকে যে মোগলির গল্প কথা নয়। সোশ্যাল মিডিয়া বলছে বাস্তব। নামিবিয়ার গভীর জঙ্গলে বনের পশুরাই এর রক্ষক।