ওয়েব ডেস্ক : যেমন তেমন প্রাসাদ নয়। একেবারে রাজকীয় প্রাসাদ। বলা ভাল, স্বপ্নপুরী। অবশেষে সেই স্বপ্নপুরী বিক্রি হতে চলেছে। ঠিকানা নিউ ইয়র্ক।


সম্ভবত এটাই বিশ্বের সবচেয়ে দামী সম্পত্তি। বিক্রির জন্য দাম উঠেছে প্রায় ৮০ মিলিয়ন পাউন্ড। গোটা বাড়িটায় রয়েছে দৈত্যাকৃতি ২০টি ঘর। রয়েছে ঝা চকচকে মার্বেল বাঁধানো একটা সিঁড়ি, দেখলে মনে হবে ‘স্বর্গের সিঁড়ি’ যেন। ফিনান্সার জন গুটফ্রেন্ড ছিলেন এই ‘স্বপ্নপুরী’-র মালিক। লোকসমাজে তিনি কিং অফ ওয়াল স্ট্রিট নামেই বেশি পরিচিট। ইতিমধ্যেই বাড়িটি কিনতে চেয়ে ইচ্ছুক অনেকেই, তবে কার ভাগ্যে শিকে ছিঁড়বে তা এখনও কিছুটা সময়ের অপেক্ষা।