সংবাদ সংস্থা : আজব পতঙ্গ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে দক্ষিণ-পুর এশিয়া এবং অস্ট্রেলিয়ায়। যার শরীরের প্রথম অংশ অনেকটা মথের মত দেখতে হলেও, শরীরের নীচের অংশ অনেকটা মাকড়সার মত। আর সেই আজব ধরণের পতঙ্গের ভিডিও প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। শুধু তাই নয়, ওই পতঙ্গের ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়ে গিয়েছে ইন্টারনেটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মেসির পোস্টারে রক্ত, ফুটবল বিশ্বকাপের আগে হুমকি আইসিসের 


জানা যাচ্ছে, আজব দেখতে ওই পতঙ্গের নাম গ্যানজিস মথ। তবে দেখতে যতই ভয়ানক হোক না কেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অষ্ট্রেলিয়ার ওই আজব পতঙ্গ নিয়ে ভয়ের তেমন কিছু নেই বলেই জানা যাচ্ছে। তবে আজব ওই পতঙ্গের ভিডিওটি ইতিমধ্যেই ২ লক্ষবার শেয়ার করা হয়েছে। লাইকও পড়েছে ১১ হাজার বার।


প্রসঙ্গত, পশ্চিম অস্ট্রেলিয়া, নর্দান টেরিটরি এবং কুইন্সল্যান্ডেই ওই আজব পতঙ্গের দেখা পাওয়া যাচ্ছে।


দেখুন সেই ভিডিও..