ওয়েব ডেস্ক : তাদের জঙ্গি কার্যকলাপ সারা বিশ্বের কাছে আতঙ্কের কারণ। তাদের সন্ত্রাসের বলি হয় অসংখ্য মানুষ। কিন্তু, তারাও যুদ্ধ করতে ভয় পায়! হ্যাঁ, ISIS জঙ্গিরাও যুদ্ধ করতে ভয় পায়। মরতে ভয় পায়। তাদেরও প্রাণের ভয় আছে। সম্প্রতি সামনে আসা ভিডিও ফুটেজে ধরা পড়েছে এই সত্য।


বাঙ্কারে যখন ISIS জঙ্গিরা রকেট লঞ্চারে একের পর এক শেল পুরে তা ছুঁড়তে ব্যস্ত। তখনই এই ফুটেজটি তোলা। কুর্দিশ পেশমেরগা যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় খানিকটা যেন বিভ্রান্ত ISIS জঙ্গিরা। ফুটেজে শোনা যাচ্ছে, একদিকে যেমন এক জঙ্গি আরেক জঙ্গিকে ‘বাহবা’ দিচ্ছে, তেমনই তাকে সাবধান হতেও বলছে। ফুটেজের কোনও কোনও অংশে আবার ধরা পড়েছে ISIS জঙ্গিদের যুদ্ধে অপটুতাও। দেখুন ভিডিওটি-