ওয়েব ডেস্ক : বড় হয়ে কী হতে চাও? স্কুলজীবনের এ এক অবধারিত প্রশ্ন। কেউ চাক বা না চাক, এই প্রশ্ন সবাই মিলে তাকে করবেই। এখন, এই প্রশ্নের উত্তরে যদি কেউ বলে, “আমি পর্নস্টার হতে চাই।” কিছু বুঝে ওঠার আগেই গালে এসে পড়বে সপাটে চড়। সবাই ভুরু কুঁচকে তাকাবে তার দিকে। কিন্তু এই মেয়ে বুক ফুলিয়ে বলতে পারে “পর্নস্টার হতে চেয়েছি। পর্নস্টার হওয়ার জন্য মোটা মাইনের কর্পোরেট চাকরি ছেড়েছি। এটা একটা অত্যন্ত সাহসী সিদ্ধান্ত। তবে এর জন্য আমার মনে কোনও অনুতাপ নেই।”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কন্যের নাম অ্যালিক্স লিনক্স। কমিউনিকেশন এগজিকিউটিভ হিসেবে কেরিয়ার শুরু করলেও ঠিক খুশি হতে পারেননি। তারপরই বেছে নেন এই পেশা। প্রথমে অবশ্য পরিবারের কেউ জানতেন না। হাতে গোনা কিছু বন্ধুবান্ধব জানতেন অ্যালিক্সের নীল ছবিতে অভিনয়ের কথা। গতবছর তার একটি পর্ন ভিডিও ভাইরাল হতেই ব্যাপারটা জানাজানি হয়।


কথায় কথায় অ্যালিক্স জানিয়েছেন, নিউ ইয়র্কে মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। ছোটবেলায় পড়াশোনায় বেশ ভালোই ছিলেন। পড়াশোনা ছাড়াও অনেকদিকে তাঁর ঝোঁক ছিল। স্কুল-কলেজের পাঠ চুকিয়ে করেন MBA-ও। তবে, কলেজজীবন থেকেই প্রোমোশনাল মডেলিং-এর কাজ শুরু করেছিলেন তিনি।