ওয়েব ডেস্ক : একটা, দুটো, তিনটে, চারটে..... পঞ্চাশ, একশো...পাঁচশো, হাজার। গুনে শেষ করতে পারবেন না। 'হাজার তারা' যেন নেমে এসেছে আকাশ থেকে। লুটোপুটি খাচ্ছে সি বিচে। রোজ রাতে এখানে গেলে চোখে পড়বে এমন দৃশ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সমু্দ্র যাদের প্রিয়, তাদের কাছে মালদ্বীপ অত্যন্ত পছন্দের একটি জায়গা। নৈসর্গিক সৌন্দর্য, মৃদুমন্দ বাতাস, শান্ত পরিবেশ...মধুচন্দ্রিমার জন্য একেবারে আদর্শস্থল। এই দ্বীপরাষ্ট্রেই লুকিয়ে রয়েছে একটি আশ্চর্য সমুদ্র সৈকত। নাম 'ভাধু'। কেউ কেউ বলেন, ' ধিভেহি'। বাংলায় যার মানে করলে দাঁড়ায় 'তারাদের সমুদ্র'।



উপরের ছবিটা দেখলেন তো? সত্যিই তাই। সূর্য ডুবতেই দেখা যায় এই দৃশ্য। সৈকতের বালিতে তৈরি হয় বায়োলুমিনেসেন্স। রাতের বেলা যার ফলে ঠিকরে বেরোয় আলো। আক্ষরিক অর্থেই সেই সৈকত হয়ে ওঠে  'তারাদের সমুদ্র'।


আরও পড়ুন, আকাশে ২টো সূর্য, ধরা পড়ল ক্যামেরায়!