ওয়েব ডেস্ক : গর্ভধারণের স্বাভাবিক সময়কাল কত? ৯ মাস ১০ দিন। এই সময়কালের মধ্যে ভ্রূণ থেকে পরিপূর্ণ হয় শারীরিক গঠন। তারপর নর্মাল ডেলিভারি বা সিজার, পৃথিবীর আলো দেখে সেই শিশু। কিন্তু এই মহিলা ১৭ মাস ধরে গর্ভবতী। এখনও নাকি তাঁর ভ্রূণের গঠন সম্পূর্ণ হয়নি!


চিনের বাসিন্দা এই মহিলা। তাঁর দাবি, তিনি ১৭ মাস ধরে গর্ভবতী রয়েছেন। মধ্য চিনের হুনান প্রদেশের বাসিন্দা ওই মহিলার নাম ওয়াং শি। শি-এর দাবি, ২০১৫-র ফেব্রুয়ারি মাস নাগাদ তিনি গর্ভবতী হন। কিন্তু ডাক্তাররা বলছেন, এখনও নাকি তাঁর ভ্রূণের গঠন সম্পূর্ণ হয়নি। আর তাই সিজার করাও তাঁদের পক্ষে সম্ভব নয়। কিন্তু, এখন আর অপেক্ষা করতে চান না তিনি। চান যে কোনও মূল্যে পৃথিবীর আলো দেখুক তাঁর সন্তান।