ওয়েব ডেস্ক: সবেমাত্র ডোলান্ড ট্রাম্প জিতেছেন। আর এর মধ্যেই কী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশ্ন চিহ্নের মুখে মুসলিমদের নিরাপত্তা? অনেকেই এই প্রশ্নটি তুলছেন কারণ গত শুক্রবারের একটি ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জর্জিয়া ডাকুলা হাই স্কুলের শিক্ষিকা মারিয়া তেলি অভিযোগ এনেছেন যে, তাঁকে ক্লাসরুমের মধ্যে একটি বেনামি চিঠির দ্বারা ভয় দেখান হয়েছে। সেই চিঠিতে লেখা ছিল, ‘‘হিজাব পরার অনুমতি নেই। এক কাজ করুন, স্কার্ফটি গলায় বেঁধে ঝুলে পড়ুন।’’ মারিয়া আরও জানিয়েছেন যে, ওই চিঠির শেষে প্রেরকের জায়গায় আমেরিকা শব্দটি লেখা ছিল।


আরও পড়ুন- বছরে এক ডলার বেতন ও বিনা ছুটিতে কাজ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প


তবে গোটা বিষয়টিতে দমবার পাত্রী নন এই শিক্ষিকা। তিনি অকপট জানিয়ে দিয়েছেন, "আমি মুসলিম। তাই হিজাব পরি। আমাদের সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে সবাই জানেন। আমি এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। তবে আমি মনে করি, বিদ্বেষের বীজ পুঁতে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র শ্রেষ্ঠ দেশ হতে পারবে না।" ওই শিক্ষিকার কণ্ঠে আমেরিকাতেই থেকে যাওয়ার ব্যাপারে যথেষ্ট প্রত্যয়, তাঁর বক্তব্য এতে তাঁর জেদ বাড়ছে।


আরও পড়ুন- ডোনাল্ড ট্রাম্প বেশি দিন আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন না, তাঁকে 'ইমপিচড' হতে হবে বললেন 'প্রেডিকশান প্রফেসর'