ওয়েব ডেস্ক: গত মাসে তীব্র ভূমিকম্পের জেরে অবস্থান পরিবর্তন হল তিব্বতের। তিব্বতের একটি ছোট শহর ও গ্রাম প্রায় ৬০ সেন্টিমিটার দক্ষিণে সরে গিয়েছে। নেপাল সীমান্তের তীব্বতের এই দুটি জায়গা ভূমিকম্পের উত্‍পত্তিস্থলের খুব কাছাকাছি ছিল। চিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা গবেষক ওয়াং কিউই এই খবর জানান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নেপালের ভূমিকম্পের জেরে প্রতিবেশী তিব্বতের ২৪২টি মন্দির ক্ষতিগ্রস্থ হয়েছে। মন্দিরের ভিতর ২০টি বুদ্ধমূর্তিরও ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ মন্দিরগুলি সবই তিব্বতের দক্ষিণ পশ্চিমপ্রান্তের প্রদেশ ঝিগেজে অবস্থিত।


এদিকে, বিপর্যয়ের রেশ এখনও কাটেনি নেপালে। বেশ কেয়কটি জায়গায় এখনও উদ্ধার কাজ জোরকদমে চলছে।