ওয়েব ডেস্ক: প্রথমেই কিছু পরিসংখ্যানে চোখ বুলিয়ে নিন- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সারা বিশ্বে কীভাবে মুসলিম মহিলারা তালাকপ্রাপ্তা হন? 


পরিসংখ্যান বলছে, বিবাহ বিচ্ছেদের ঘটনায় ১০০ শতাংশের মধ্যে ৬৫.৯৯ হয় মৌখিক বিচ্ছেদ। মুসলিমদের ক্ষেত্রেই এই তিন তালাক প্রচলিত। যার শিকার ৮ থেকে ৮০, সব ধরনের সব দেশের মুসলিম মহিলা। 


৭.৬% বিচ্ছেদ হয়েছে 'তালাক চিঠি' লিখে। 


৩.৪ % ক্ষেত্রে দেখা গিয়েছে ফোনে 'তালাক'। 


০.৮% ক্ষেত্রে ফোনের এসএমএসে তালাকের ঘটনা সামনে এসেছে। বাকি ২২.৩ % ক্ষেত্রে দেখা গিয়েছে অন্যান্যভাবে তালাকের ঘটনা ঘটেছে। 
(সমস্ত তথ্য-http://www.newsflicks.com-থেকে প্রাপ্ত)


ভারতের ৯০ শতাংশের বেশি মুসলিম মহিলা মৌখিক তালাক, বহু বিবাহের বিরোধী


অনেক মুসলিমরাই মনে করেন এই 'তিন তালাক' মুসলিম মহিলাদের ক্ষেত্রে একটা 'নির্যাতন'। আর এই নির্যাতনের বিরুদ্ধে আওয়াজও তুলেছেন তাঁরা। ইতিমধ্যেই ৫০ হাজার মুসলিম মহিলা এই 'তিন তালাকে'র বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। তাঁদের দাবি, মুসলিম সম্প্রদায়ের সম্মান বজায় রেখেই এই আদিম প্রথা তুলে দেওয়া হোক। তবে সব মুসলিম এই মতের সঙ্গে এক মত নন।