ওয়েব ডেস্ক: শিশুর সবথেকে নিরাপদ আশ্রয় হল মা। মা-ই পারে শিশুর সবথেকে বেশি খেয়াল রাখতে। কিন্তু এই মা-ই যদি হয় ছোট্ট শিশুটির মৃত্যুর কারণ?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শুনে হয়ত আঁতকে উঠবেন। কিন্তু সম্প্রতি এমনটাই ঘটেছে চিনে। নিজের ২ বছরের শিশুকে রাস্তায় একা ছেড়ে দিয়ে মা ব্যস্ত হয়ে পড়েছিলেন ফোনে। ফোন ছেড়ে তাঁর হুঁশই ছিল না যে তাকিয়ে দেখে বাচ্চাটি কোন দিকে যাচ্ছে। মায়ের অগোচরে শিশুটি ফুটপাথ পেরিয়ে হামাগুড়ি দিয়ে চলে আসে রাস্তার মাঝখানে। আর তখনি ঘটে বিপদ। সামনের দিক থেকে আসা একটি গাড়ি শিশুটিকে দেখতে না পেয়ে তার উপর দিয়ে চালিয়ে দেয় গাড়ি। তখন সম্বিত ফিরে পায় মা। সঙ্গে সঙ্গে ঘাতক গাড়িটির দ্রাইভার শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছিল। ছোট্ট শরীরটায় তখন আর পারণ ছিল না। মায়ের সামান্য অবহেলা মাত্র ২ বছর বয়সেই কেড়ে নিল শিশুটির প্রাণ। কেমন করে ঘটল এই নির্মম দুর্ঘটনা তা দেখে নিন নিচের ভিডিওয়।