ওয়েব ডেস্ক: নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে স্মার্ট সিটি এই শব্দবন্ধ ভারতেও খুব পরিচিত। সম্প্রতি কলকাতার পাশের শহর নিউটাউনের ভাগ্যে জুটেছে স্মার্ট সিটির তকমা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর এই স্মার্ট সিটির তালিকায় শহরের স্থান পাওয়া নিয়ে রাজনৈতিক তরজাও চলে বিস্তর। উঠে আসে বঞ্চনার অভিযোগ।


যাক, ওসব বাদ দিন, এবার বরং সারা বিশ্বের স্মার্ট সিটিগুলোর মধ্যে সেরা ১০টা শহর দেখে নেওয়া যাক-


১) নিউ ইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র।



২) লণ্ডন, ইউনাইটেড কিংডম।



৩) প্যারিস, ফ্রান্স।



৪) সানফ্রান্সিসকো, আমেরিকা যুক্তরাষ্ট্র।



৫) বস্টন, আমেরিকা যুক্তরাষ্ট্র।



৬) আমস্টারডাম, নেদারল্যান্ডস।



৭) শিকাগো, আমেরিকা যুক্তরাষ্ট্র।



৮) সিওল, দক্ষিণ করিয়া।



৯) জেনিভা, সুইজারল্যান্ড।



১০) সিডনি, অস্ট্রেলিয়া।



(সূত্র-আই.ই.এস.ই বিজনেস স্কুল, ২০১৬ সিটিস ইন মোশান ইনডেক্স)