নিজস্ব প্রতিবেদন: চিনে ফের ভয়াবহ আকার নিতে পারে নোভেল করোনাভাইরাস। সোমবার এরকমই আশঙ্কার কথা শোনা গেল চিনের এক উচ্চপদস্থ আধিকারিকের কাছ থেকে।
সে দেশের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে ৩ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে রবিবার। তিনজনই বিদেশ থেকে চিনে এসেছিলেন। এছাড়াও এমন ১৩ জনের খোঁজ মিলেছে, যাদের শরীরে করোনার কোনও উপসর্গ না থাকলেও তাঁরা করোনা আক্রান্ত। তাঁরা আসলে অ্যাসিম্পটমেটিক রোগী। বলা যায়, করোনা এবার ভোল পাল্টে ছায়াযুদ্ধে নেমেছে।  চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কথা অনুযায়ী, সে দেশে এখনও ৯৬২ জন পর্যবেক্ষণে রয়েছেন, যাদের মধ্যে ৯৮ জন বিদেশ থেকে আগত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'চিকিৎসকরা আমার মৃত্যু ঘোষণা করার জন্য প্রস্তুত ছিলেন', অভিজ্ঞতার কথা শোনালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী


অ্যাসিম্পটমেটিক রোগীরা অজান্তেই আরও বহু মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চিন যে সম্পূর্ণ বিপন্মুক্ত তা বলা যাচ্ছে না। জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং জানিয়েছেন, গত ১৪ দিনে ১০ জন উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে।
ছন্দে ফিরেছে বেজিং, তবে চিনের অনেক শহরের শপিং মল, সিনেমা হল, রেস্তোরাঁ এখনও বন্ধ। চিনে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ। চিনের উহান থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। যার জেরে সারা বিশ্বে প্রায় ২ লক্ষ ৪৮ হাজার মানুষের প্রাণ গিয়েছে, আক্রান্ত ৩৫ লক্ষেরও বেশি।