ওয়েব ডেস্ক: অবিশ্বাস্য। বাজ পড়ে দুভাগ হয়ে গেল মোটা গাছের গুঁড়ি। গুঁড়ির ভিতরে জ্বলে উঠল আগুন। কিন্তু গাছের বাইরের অংশে স্পর্শই করল না আগুন। আরকানসাসের স্প্রিংডেলে ঘটেছে এমনই ঘটনা। ব্যাখ্যা খুঁজছেন বিজ্ঞানীরা।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাটকীয়তায় ভরা একটি দৃশ্য। এটাও কি সম্ভব? অসম্ভব হলেও এটাই সত্যি। বাজ পড়ল গাছে। কিন্তু দিব্যি জীবন্ত রইল গাছ। গাছের মোটা গুঁড়ি দুভাগ হয়ে গেল। গুঁড়ির ভিতরে জ্বলে উঠল আগুন। দাউদাউ করে জ্বলতে থাকল গাছের গুঁড়ির ভিতরের অংশ। আগুন স্পর্শও করল না গাছের বহির্ভাগ।



কী করে সম্ভব হল এটা? মার্কিন আবহাওয়া দফতর জানাচ্ছে,বজ্রপাতে কখনও কখনও ক্রমাগত তড়িত্‍ প্রবাহিত হতে থাকে। এক অথবা দুবার প্রত্যাঘাতের বদলে ক্রমাগত তড়িত্‍ উত্পন্ন হওয়ার ফলে দীর্ঘসময় আগুন জ্বলতে থাকে। যে বস্তুর ওপর বজ্রপাত হয়, খুব অল্পসময়ে সেই বস্তুটি গরম হয়ে যায় এবং আগুন ধরে যায়।  


কেন গাছের বাকি অংশ অক্ষত থাকল, তার ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি। ওই যে কথায় আছে না, অঘটন আজও ঘটে।