জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় সংসদের নির্বাচন যত এগিয়ে আসছে ততই সুর চড়াচ্ছে তৃণমূল বিএনপি। দেশের প্রধান বিরোধী দল থেকে ভেঙে আসা একাধিক তাবড় নেতা এখন তৃণমূল বিএনপিতে। জাতীয় সংসদে নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথাও ভাবছে তারা। শুধু তাই নয়, দেশের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসবে তৃণমূল বিএনপি। রবিবার এমনটাই জোর দিয়ে বলেছেন দলের মহাসচিব তৈমুর আলম খন্দেকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাংলাদেশের সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়াই তৃণমূলের, ২৩ নভেম্বর চূড়ান্ত হবে প্রার্থীতালিকা


এদিন তৈমুর আলম খন্দেকার বলেন, অনেক দল আমার সঙ্গে যোগাযাগ করছে। জোটবদ্ধভাবে আমার ৩০০ আসনে লড়াই করবে। শক্তিশালী জোট তৈরি করে আমরা সরকার গড়ব। আর তা যদি না পারি তাহলে আমরাই হব প্রধান বিরোধী দল।


উল্লেখ্য, জানুয়ারি ভোটের জন্য ইতিমধ্যেই মনোনয়ন পত্র গ্রহণ করতে শুরু করেছে তৃণমূল বিএনপি। আগামী ২৩ নভেম্বর সেইসব মনোনয়ন ঝাড়াই বাছাই করে চূড়ান্ত করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ে আজ মনোনয়ন পত্র গ্রহণ করার পর তৃণমূল বিএনপির বিরোধী দল হওয়ার কথা বলেন তৈমুর।


দলের চেয়ারপার্সন শামসের মুবিন চৌধুরী বলেন, আন্তর্জাতিক কোনও মহল নয়, বাংলাদেশের ভবিষ্যত ঠিক করবে দেশের মানুষ। তৃণমূল বিএনপি মানুষের সঙ্গে থাকবে। জাতীয় সংসদের নির্বাচন দেশের অভ্যন্তরীণ বিষয়। দেশের রাজনীতি ও অর্থনীতিতে সিদ্ধান্ত সাধারণ মানুষ নেবে। দেশের মানুষের সমস্যা সমাধানে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।


শনিবার থেকে মনোনয়ন বিলি করতে শুরু করেছে তৃণমূল বিএনপি। রবিবার দুপুর পর্যন্ত মোট ৬০টি মনোনয়ন পত্র বিলি হয়েছে। এতে প্রবল সাড়াও পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন মহাসচিব তৈমুর আলম খন্দেকার। এনিয়ে তিনি বলেন, প্রাক্তন সাংসদ সদস্য, মেয়র, বর্তমান উপজেলা চেয়ারম্যান-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনোনয়ন গ্রহণ করেছেন। কারণ তারা মনে করছেন এবার ভোটে ভালো করবে তৃণমূল বিএনপি।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)