ওয়েব ডেস্ক: পাকিস্তানের পরমাণু অস্ত্র জঙ্গিদের হাতে চলে যেতে পারে। এমনটাই আশঙ্কা করছে ট্রাম্প প্রশাসন।সোমবার মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তানের পরমাণু অস্ত্র বিপজ্জনক কোনও ব্যক্তি বা গোষ্ঠীর হাতে চলে যেতে পারে। পাশাপাশি ওই নথিতে ভারত ও পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, দুদেশের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নেওয়া। তা না হলে উপমহাদেশে উত্তেজনা বাড়বে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কাশ্মীর নিয়ে আলোচনায় বসুক ভারত, পাকিস্তান, চাইছে আমেরিকা


মার্কিন প্রশাসনের উদ্বেগ হল, যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য যেসব অস্ত্র তৈরি করা হয় তানিয়ে আমরা উদ্বিঘ্ন। এই ধরনের অস্ত্র কোনও জঙ্গি গোষ্ঠী বা কট্টর ব্যক্তির হাতে চলে গেলে প্রবল সমস্যার সৃষ্টি হবে। পাকিস্তান এখনও জঙ্গিদের আশ্রয়-উৎসাহ দিয়ে চলেছে। ফলে একটা বিপদের সম্ভাবনা থেকেই যাচ্ছে।


আরও পড়ুন  রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলা, হাই অ্যালার্ট আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায়