ওয়েব ডেস্ক: চমক দিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর জিতে যাওয়াটা যদি চমক হয় তাহলে এটাও কম বড় চমক নয়। কারণ, অনেক বেশি দাম তাই তাঁর ব্যবহারের দুইটি এয়ারফোর্স ওয়ান বিমান বানানোর বরাত বাতিল করে দিলেন স্বয়ং প্রেসিডেন্ট ইলেক্ট নিজেই। বোয়িং নামক সংস্থাটিকে এই বিমান তৈরির বরাত দেওয়া হয়েছিল ওবামা আমলে আর ওভাল অফিসের নয়া প্রধান মঙ্গলবার রীতিমতো টুইট করে জানিয়ে দিলেন, ‘‘ও সব বাজে খরচ। বাতিল করা হোক।’’


আরও পড়ুন- টাইম ম্যাগাজিনের 'পারসন অফ দ্য ইয়ার' শিরোপা উঠল ট্রাম্পের মাথায়


ট্রাম্পের মতো কোটিপতি ব্যবসায়ী যিনি অত্যন্ত বিলাস-ব্যসনে জীবন কাটাতে অভ্যস্ত। আর সেই ট্রাম্প কিনা প্রেসিডেন্টের জন্য তৈরি হতে চলা নতুন মডেলের বিশেষ বিমান তৈরি বাতিল করে দিলেন। এখানেই অবাক হচ্ছেন ওয়াকিবহাল মহল। তাহলে কি নির্বাচনের আগের প্রতিশ্রুতি মতো সত্যি সত্যিই এক অন্যরকম আমরিকার দেখা পাবেন মার্কিনিরা!


আরও পড়ুন- চল্লিশ জন যাত্রী নিয়ে পাকিস্তানে ভেঙে পড়ল বিমান