নিজস্ব প্রতিবেদন: গত এক সপ্তাহ নীরব ছিলেন তিনি। তবে বিদায়বেলায় মৌন ভাঙলেন। তাঁর পরবর্তী আমলের সাফল্যের জন্য দেশবাসীকে প্রার্থনা করতে বললেন। 'তিনি' আর কেু নন, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ট্রাম্প (Donald Trump) প্রথম থেকেই ভোটের ফলাফল নিয়ে তীব্র বিরক্ত ও ক্ষুব্ধ থেকেছেন। একাধিক মামলা করেছেন। হোয়াইট হাউস (White House) ছাড়বেন না বলে হুমকিও দিয়েছেন। তাঁর নানা আচরণে এবং মন্তব্যে নানা বিতর্কের জন্ম হয়েছে। সরগরম থেকেছে মার্কিন প্রশাসনিক ক্ষেত্র।


কিন্তু বুধবার (২০ জানুয়ারি) প্রসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের (President-elect Joe Biden) আনুষ্ঠানিক ভাবে দেশের শাসনভার গ্রহণ করার দিন। ট্রাম্প যুগ শেষ হচ্ছেই। আর সময় নেই। ফলে,  সেই বিদায়-মুহূর্তের ক্ষণিক আবেগেই হয়তো ট্রাম্প বাইডেনের শুভকামনা করলেন। তা-ও ঘুরপথে। (to "pray" for the success of the incoming Biden administration) সরাসরি বাইডেনকে শুভেচ্ছা এখনও জানাননি। শুধু দেশবাসীরকে অনুরোধ করলেন নতুন প্রশাসনের জন্য প্রার্থনা করতে (wished success to the new administration)। 


Also Read: ব্রিটেন-দক্ষিণ আফ্রিকার পর এক নতুন প্রজাতির করোনার সন্ধান মিলল Germany-তেও