ওয়েব ডেস্ক: AMERICA FIRST- ঘোষিত নীতি ডোনাল্ড ট্রাম্পের। ফের সেই পথে হেঁটেই নয়া এক্সিকিউটিভ অর্ডারে সই মার্কিন প্রেসিডেন্টের। কোপে H-1B ভিসা প্রোগ্রাম। এটি নতুন করে পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আমেরিকায় তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সিংহভাগ কর্মীই বিদেশি। তার মধ্যে আবার একটা বড় অংশ ভারতীয়। তাঁদের জন্য কার্যত লাইফলাইন H-1B ভিসা। ডনের নয়া সিদ্ধান্তে আমেরিকায় কর্মরত ভারতীয়দের ভবিষ্যত ঘিরে আশঙ্কার মেঘ আরও ঘনীভূত হল।


প্রচার-পর্বেই ট্রাম্প কথা দেন, আমেরিকানদের কর্মসংস্থান তিনি সুনিশ্চিত করবেন। রাশ টানবেন, কম খরচে বিদেশিদের নিয়োগেও। সেই পথেই এবার হাঁটার চেষ্টায় তিনি। মার্কিন অর্থনীতিকে আরও গতিশীল করার দাবিতে এর আগে ট্রাম্প একাধিক আদেশ জারি করলেও, সেগুলির আইনি বৈধতা প্রশ্নের মুখে পড়েছে। যদিও নিজের মতে অনড় মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, মার্কিন ভিসা নীতির অপব্যবহার হচ্ছে। কম টাকায় বিদেশিদের এনে কাজ করানো হচ্ছে। বঞ্চিত হচ্ছেন মার্কিন কর্মীরা। এটি বন্ধ করতেই H-1B ভিসা নিয়ে এবার আরও কড়াকড়ির পথে ট্রাম্প প্রশাসন। (আরও পড়ুন- ইতিউতি বাজছে যুদ্ধের 'ট্রাম্পেট', আশঙ্কা বিশ্ব জুড়ে)