ওয়েব ডেস্ক: ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। দক্ষিণ অস্ট্রেলিয়ার কুইন্সটাউনের সমুদ্র উপকূলে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১ । এর জেরে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গাড়ি থেকে নামতেই মহিলাকে টেনে নিয়ে মেরে ফেলল বাঘ, মারাত্মক ভিডিও প্রকাশ


স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে কুইন্সটাউনের ১ হাজার ৭০৪ কিলোমিটার দূরে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। কুইন্সটাউন থেকে পার্থের দূরত্ব ৪৪৭ মাইল। সেখানেও মৃদু কম্পন অনুভূত হয়। গত মাসেও একবার ভূকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল অস্ট্রেলিয়ায়।


আরও পড়ুন-মাঝ সমুদ্রে হাত থেকে জলে পড়ে গেল আই ফোন, ফিরিয়ে দিল ডলফিন (ভিডিও)


তবে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।