নিজস্ব প্রতিবেদন : কাবুলে আফগানিস্তানের সবচেয়ে বড় সেনা হাসপাতালে জোড়া বিস্ফোরণ। বিস্ফোরণের পর চলল গুলির লড়াইও। ইতিমধ্যেই নিহত কমপক্ষে ১৯। আহত কমপক্ষে ৫০। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেন্ট্রাল কাবুলে অবস্থিত মহম্মদ দাউদ খান হাসপাতালে প্রবেশ পথে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সরকারি তরফে এখনও মৃতের সংখ্যা নিশ্চিত করে জানানো না হলেও, তালিবানদের তরফে জানানো হয়েছে যে মৃতের সংখ্যা ১৯। আহত ৫০। স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে যে, বিস্ফোরণের পরই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।


আরও পড়ুন, Flying Museum: জাদুঘর এবার উড়বে! দেখতে হবে উড়ে-উড়েই


প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই এলাকার উপর দিয়ে দুটি হেলিকপ্টারকে চক্কর কাটতে দেখা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।  তবে সরকারি বখতার সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে বেশ কয়েকজন IS জঙ্গি হাসপাতালে ঢুকে পড়ে। আর তারপরই নিরপাত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)