নিজস্ব প্রতিবেদন: ফের কাবুল বিমানবন্দরের প্রবেশদ্বারগুলির কাছেই গোলাগুলির শব্দ শোনা গেল। তবে কোন পক্ষ গুলি চালিয়েছে, তা স্পষ্ট হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দু'দিন আগেই ভয়াবহ বিস্ফোরণে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে কাবুল বিমানবন্দরে (Kabul Airport)। এর পর পাল্টা হামলায় ড্রোন হামলা আমেরিকার। উত্তপ্ত পরিস্থিতি। এর মধ্যেই শনিবার বিকেলে কাবুল বিমানবন্দরে প্রবেশের গেটগুলির কাছেই গোলাগুলির শব্দ শোনা গিয়েছে বলে খবর। তবে কোন পক্ষ গুলি চালিয়েছে, তা স্পষ্ট হয়নি। কাবুল বিমানবন্দরের বাইরে মার্কিন সেনা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।


আরও পড়ুন:  Urination Law: রাশিয়ার দিকে মুখ করে মূত্রত্যাগ করলেই জরিমানা নরওয়েতে!


কিছু ফুটেজ অবশ্য প্রকাশ্যে এসেছে। যেখানে শুধু গুলি (gunfire) নয়, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে বলেও খবর। রঙিন ধোঁয়ায় ঢেকে যেতে দেখা গিয়েছে এলাকা। সদ্য বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে কাবুল বিমানবন্দর। এরই মধ্যে ফের গুলির শব্দে স্বাভাবিক ভাবেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। লোকজন প্রাণভয়ে ছুটছেন। 


বিস্ফোরণের একদিনের মধ্যেই বদলা নিয়েছে আমেরিকা। শুক্রবারই ইসলামিক স্টেট-খোরাসান-এর উপর হামলা চালিয়েছে মার্কিন ড্রোন। মার্কিন সেন্ট্রাল কম্যান্ড সূত্রে জানা গিয়েছে-- যাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, তাদের খতম করা গিয়েছে। কোনও সাধারণ মানুষের প্রাণহানি হয়নি।


কাবুল বিমানবন্দর এখনও রয়েছে মার্কিন সেনার অধীনে। তবে সেই মেয়াদ শেষ হয়ে আসছে। ৩১ অগাস্টের মধ্যেই উদ্ধারকাজ সম্পূর্ণ করার চেষ্টা হবে বলে জানিয়েছে আমেরিকা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Afghanistan Crisis: মহিলাদের এবার কাজে যোগ দেওয়ার জরুরি নির্দেশ তালিবানের