ওয়েব ডেস্ক: রবিবার ভোর রাতে উত্তর-পূর্ব ফিলিপিন্সে ঝাঁপিয়ে পড়ল শক্তিশালী টাইফুন 'কপ্পু'। দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা জানান, ঘরছাড়া হয়েছেন প্রায় ১০ লক্ষ মানুষ। এছাড়া সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পরে ১২ ফুট উচ্চতার ঢেউ। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিমি। অরোরা প্রদেশের ক্যাসিগুরান শহরে সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়ে 'কপ্পু'। সেখান থেকে আরও বেশী শক্তিশালী হতে শুরু করে এই টাইফুনটি।


টাইফুনের জেরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে যায়। যার জন্য সারা এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এই ঝড়ের জেরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বৈদ্যুতিন সংযোগও।


ফিলিপিন্সে এই রকম টাইফুন প্রায়েই হয়ে থাকে। বছরে গড়ে প্রায় ২০টি টাইফুন আছড়ে পড়ে ফিলিপিন্সের ওপর।