ওয়েব ডেস্ক : ৩ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। চিনের ফুজিয়ান উপত্যকায় নেসাত টাইফুনের দাপটে কার্যত লন্ডভন্ড উপকূলবর্তী এলাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করে ওই এলাকায়। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুসারে আজ সকালেই তীব্র বেগে আসা এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে তাইওয়ান সহ বিস্তীর্ণ এলাকায়।


কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহিলা, শিশু ও বয়স্কদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি বেগে ঝড় আছড়ে পড়ে ফুজিয়ান উপকূলে। সঙ্গে প্রবল বর্ষণ। তবে এখনই কোনও ক্ষয়ক্ষতিয় খবর মেলেনি সেখান থেকে।


আরও পড়ুন- শপিং মলে এবার ম্যানপডে স্বামীকে জমা রেখে কেনাকাটা করতে পারেন স্ত্রী!