নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তে মোদীর ভূয়সী প্রশংসা করল সংযুক্ত আরব আমিরশাহি। ভারতে সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত আহমেদ বান্না বলেন, 'এহেন পদক্ষেপের ফলে জম্মু ও কাশ্মীরে সামাজিক ন্যায়বিচার হবে। বাড়বে সরকারের উপর মানুষের আস্থাও।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত বলেন,'লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশের বিষয়ে আমরা জানি।' ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীর ভাগ করে লাদাখ গঠনের সিদ্ধান্ত ইতিবাচক হবে বলেই মনে করে সৌদি আরব। কেন্দ্রে মোদী সরকারের দ্বারা সরাসরি নিয়ন্ত্রণ করা হলে কাশ্মীরে আর্থসামাজিক স্থিরতা ও শান্তি বাড়বে বলে মনে করছেন ইউএই-র রাষ্ট্রদূত। এর ফলে মানুষের নিরাপত্তাও সুনিশ্চিত হবে।  



এদিন ভারতের পাশে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্ত সে দেশের অভ্যন্তরীণ বিষয়। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র মরগান ওরতেগাস বিবৃতি দিয়ে জানিয়েছেন, 'জম্মু ও কাশ্মীরে যা হচ্ছে তা নজরে রাখছি আমরা। জম্মু ও কাশ্মীরকে ভাগ করা ও তাদের সাংবিধানিক অধিকার বিলোপ করার বিষয়টি নজরে রয়েছে।'


মঙ্গলবার পাকিস্তানের সংসদের বিশেষ অধিবেশনে ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীরের সংখ্যালঘুদের সঙ্গে অন্যায় করা হয়েছে বলে দাবি করেন। ইমরান বলেন, 'ভারতে ভালো নেই সংখ্যালঘুরা। রাষ্ট্রপুঞ্জ ও আন্তর্জাতিক মুসলিম সংগঠনগুলিতে আমরা বিজেপি-এর সাম্প্রদায়িক মতাদর্শের কথা তুলে ধরব।' ভারতের সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান সমস্ত আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার কথা বিবেচনা করছে বলেও জানান ইমরান। এমতাবস্থায় সৌদি আরব ভারতকে সমর্থন না করায় পাকিস্তান চাপে পড়তে হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।


আরও পড়ুন- দেশহিতে নেওয়া সিদ্ধান্ত, ৩৭০ ধারায় মোদীকে সমর্থন রাহুল ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্যের