নিজস্ব প্রতিবেদন: তিন দিনে বিশ্বভ্রমণ সেরে গিনেস বুকে নাম তুলে ফেললেন এক আরবীয় মহিলা। বুধবার গিনেস কর্তৃপক্ষ তাঁকে এ বিষয়ে রেকর্ডধারী হিসেবে ঘোষণা করল। এটা ঘোষিত হল ঘটনাচক্রে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে'-তেই! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খাওলা-অল-রোমাইঠি নামের সেই মহিলা মাত্র ৩ দিন ১৪ ঘণ্টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ডে ঘুরে ফেলেছেন সাতটি মহাদেশ! তাঁর এই ঝোড়ো সফর তিনি শেষ করেছেন সিডনিতে। অতিমারীতে বিশ্বের বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগে-আগেই তিনি এই সফরটি সেরে ফেলেছিলেন।


কী বলছেন খাওলা-অল-রোমাইঠি?


জানাচ্ছেন এই সোনার মেয়ে, 'এটা খুব কঠিন একটি জার্নি ছিল। অত্যন্ত ধৈর্যের দরকার ছিল। বিশেষ করে এয়ারপোর্টগুলিতে। কেননা সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হত। তা ছাড়া লাগাতার প্লেনজার্নিটাও খুব কঠিন।'


সফর-কালে কেমন লাগছিল তাঁর?



আইরোমাইঠি বলেন, 'সত্যি বলতে কী, এমন নয় যে, বিষয়টা সব সময়ই আমি দারুণ উপভোগ করেছি। বরং আমি ভীষণ ভাবে বাড়ি ফিরতে চাইছিলাম। তবে আমি লক্ষ্য থেকে সরে আসিনি। আমার পরিবার ও বন্ধুবর্গও আমাকে এই সময়ে দারুণ সমর্থন জুগিয়েছে। আমি যাতে জার্নিটা শেষ করতে পারি, সেজন্য তাঁরা আমাকে সব সময়ে উৎসাহ জুগিয়েছেন।' 


কিন্তু কেন হঠাৎ এরকম একটা স্বপ্ন তিনি দেখলেন? 


তাঁর নিজের দেশই তাঁকে এই ভ্রমণে উৎসাহ জুগিয়েছে বলে জানান তিনি। তাঁর দেশে প্রায় ২০০ বিভিন্ন জনজাতি আছে। তাঁদের বসবাসের এলাকা, তাঁদের সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে  খাওলা-অল-রোমাইঠির মনে প্রচুর আগ্রহ তৈরি হয়ে গিয়েছিল। বিশ্ব জুড়ে মানুষ দেখতে তাই বেরিয়ে পড়তে পেরেছিলেন তিনি। 


তিনি তাঁর এই বিরল ট্যুরটি কোভিড-পূর্ব পৃথিবীতে করলেও তার স্বীকৃতি মিলল সবে বুধবার। সব চেয়ে কম সময়ে, সব চেয়ে দ্রুত বিশ্বভ্রমণ করার কৃতিত্বের জন্য গিনেস গত বুধবার  রোমাইঠিকে এ বিষয়ে রেকর্ডধারী হিসেবে স্বীকৃতি দেয়। 


আরও পড়ুন:  উপহার নিয়ে আসবে তো সান্তা, জানতে চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখল খুদে