নিজস্ব প্রতিবেদন: ভারতের পর  চিনকে ধাক্কা দিতে চলেছে ব্রিটেন! সে দেশের মোবাইল নেটওয়ার্কের ৫জি পরিকাঠামো তৈরি দায়িত্ব থেকে হুয়াইকে(Wuawei)সরিয়ে দিতে চলেছে ব্রিটেন। সম্ভবত এ বছরই তা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনটাই খবর সে দেশের সংবাদ মাধ্যমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ফের নিম্নচাপ, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারি বৃষ্টি!


কেন এমন সিদ্ধান্ত?


ব্রিটিশ সংবাদপত্র সানডে টেলিগ্রাফের খবর, সম্প্রতি হুয়াইকে নিয়ে একটি রিপোর্ট দিয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা GCHQ।  সেখানে বলা হয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়েছে হুয়াই। ফলে ওই সংস্থা সন্দেহজনক ও নিরাপত্তার জন্য উপযুক্ত নয় এমন প্রযুক্তি ব্রিটেনের ৫জি নেটওয়ার্কে বসাতে পারে। তার ফলে গোটা দেশের টেলিফোন ব্যবস্থাটাই নিরাপত্তাহীনতায় ভুগবে।


এদিকে, নিরাপত্তার কথা মাথায় রেখে, ইতিমধ্যেই ভারতে ৫জি টেকনোলজির পরিকাঠোমো তৈরি করতে হুয়াইয়ের যন্ত্রপাতি বসানো বন্ধ করার প্রস্তাব আসছে সরকারের তরফেই। শুধু তাই নয় হুয়াই যেসব যন্ত্রপাতি বসিয়েছিল তা খুলে ফেলারও তোড়জোড় শুরু হয়েছে।


আরও পড়ুন-একদিনে ২৪ হাজার আক্রান্ত, রাশিয়াকে হারিয়ে তৃতীয় স্থানে উঠছে ভারত!


অন্যদিকে, গত সপ্তাহে ব্রিটেনের সংস্কৃতি সচিব পার্লামেন্টে জানিয়ে দিয়েছেন, ব্রিটেনের ৫জি নেটওয়ার্কের দীর্ঘমেয়াদী পার্টনার হুয়াই নয়। দক্ষিণ কোরিয়ায় স্যামসাং ও জাপানের NEC-র সঙ্গে এনিয়ে কথা হচ্ছে।