নিজস্ব প্রতিবেদন: না জেনেই আবর্জনায় ফেলে দিচ্ছিলেন কয়েক কোটি টাকা মূল্যের এক হিরে। প্রতিবেশীর পরামর্শে তা রক্ষা পেল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রিটেনের এক মহিলার গয়নার বাক্সে নানা ধরনের গয়না ছিল। অনেক দিনই এসব আর পরা হয় না তাঁর। তাই খানিকটা বিরক্ত হয়ে ফেলে দিতে চেয়েছিলেন পুরনো এই গয়নার কিছু কিছু। তবে তিনি হয়তো তখন খেয়াল করেননি, এসবের মধ্যে ছিল বড় আকারের একটি পাথরও! তবে কী মনে করে শেষ পর্যন্ত তিনি গয়নার বাক্সটা রেখেই দিলেন। পরে তাঁর এক প্রতিবেশীর পরামর্শে সেই বড় পাথরটি নিলামঘরে নিয়ে গেলেন তিনি। নিলাম কর্তৃপক্ষের তো সেটি দেখে চক্ষু চড়কগাছ! হবে নাই বা কেন! দেখেই বুঝতে পেরেছিলেন, দামি। পরে ৩৪.১৯ ক্যারাটের পাথরটি পরীক্ষা করে তারা দেখেন পাথরটি আসলে এক দামি হিরের টুকরো! যার দাম প্রায় ২০ লাখ পাউন্ড (প্রায় ২৩ কোটি ৩৪ লাখ টাকা)!


আরও পড়ুন: Heaviest Potato: একটি আলুই ৮ কেজি! 'সব চেয়ে বড় আলু' দাবি কৃষকদম্পতির


ঘটনাটি ব্রিটেনের উত্তর-পূর্বাঞ্চলের নর্থ শিল্ডস শহরের। জানা গিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক বছর সত্তরের ওই মহিলা অনেক বছর আগে অল্প দামে পাথরটি কিনেছিলেন। ঘুণাক্ষরেও জানতেন না, এটি দামি হিরের টুকরো। সাধারণ পাথর মনে করেই এতদিন ফেলে রেখেছিলেন এটি। হিরেটি একটি এক পাউন্ড কয়েনের চেয়ে বড়।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Sphinx: গলে গিয়ে স্ফিংস যেন 'এ ফোর সাইজ' কাগজ!