গোটা দেশ থেকে সরল লেনিনের ১,৩২০টি মূর্তি
ওয়েব ডেস্ক: তাঁর মূর্তি ভাঙা হবে! এটা একটা সময়ে কল্পনাও করা যেত না। সেই ইউক্রেন থেকে সরিয়ে দেওয়া হল লেনিনের ১৩২০টি মূর্তি। সোভিয়েত জমানার আরও একটা চিহ্নও মুছে গেল পূর্ব ইউরোপের ওই দেশ থেকে।
প্রতিটি শহর-গ্রাম থেকে বলশেভিক নেতার মূর্তি সরিয়ে দিয়েছে কিয়েভের সরকার। তিন বছর আগে রাশিরায় অনুগত প্রেসিডেন্ট ভিক্টর ইনুকোভিচকে সরিয়ে ক্ষমতায় এসেছিল তারা। ২০১৫ সালের মে মাসেই রুশ নেতার নামে রাস্তাগুলির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো। ইতিমধ্যেই রাস্তার নামকরণ ইউক্রেনের নায়কদের নামে করা হয়েছে। পশ্চিম ইউক্রেনে লেনিন স্ট্রিটের নাম বদলে হয়েছে লেনন স্ট্রিট।
পূর্ব ইউক্রেনে অবশ্য রাশিয়ার আধিপত্য। রাষ্ট্রসঙ্ঘের পরিসংখ্যান বলছে, ২০০৪ সালে রাশিয়া ক্রিমিয়ার দখল নেওয়ার পর ১০ হাজার জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন, ইসলামাবাদকে সমর্থন, পাকিস্তানকে ‘জঙ্গিদের স্বর্গরাজ্য’ বলায় ট্রাম্পকে হুঁশিয়ারি চিনের