Russia Ukraine War: `মোদীর কথা শুনতে পারেন পুতিন`, রুশ হামলায় `সাহায্য প্রার্থনা` ইউক্রেনের
ওদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে বিকল্প উপায় খুঁজছে বিদেশমন্ত্রক। চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার
নিজস্ব প্রতিবেদন : "ভারতের উচিত তার সম্পূর্ণ বৈদেশিক ভূমিকা পালন করা।" ইউক্রেনের উপর রুশ হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করলেন ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ড. ইগোর পোলিখা। তাঁর বক্তব্য, "আমি জানি না পুতিন কোন কোন রাষ্ট্রনেতার কথা আদৌ শুনবেন, তবে মোদীজির ব্যপারে আমরা আশাবাদী। এই ব্যাপারে মোদীজি যদি জোরালো কোনও বক্তব্য রাখেন, তবে আমরা আশা করছি যে পুতিন সেটা শুনতে পারেন। পুতিনের সেটা ভেবে দেখা উচিত। আমরা তাই ভারতীয় সরকারের কাছ থেকে সদর্থক পদক্ষেপ আশা করছি।"
প্রসঙ্গত, পুতিনের 'সামরিক অভিযান ঘোষণার' সঙ্গেই শুরু হয়ে গিয়েছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। একদিকে ইউক্রেন যেমন দাবি করেছে তারা রুশ যুদ্ধবিমান ও হেলিকপ্টার গুলি করে নামিয়েছে, তেমনই রাশিয়া পাল্টা ইউক্রেনের বিমানবন্দর কবজা করে নেওয়ার দাবি করেছে। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গিয়েছে ইউক্রেনের আকাশসীমা। এই পরিস্থিতিতে ওদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে বিকল্প উপায় খুঁজছে বিদেশমন্ত্রক। কীভাবে তাঁদের ফেরানো যায়, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। বিদেশমন্ত্রকের তরফে ইতিমধ্যেই চালু করা হয়েছে কন্ট্রোলরুম।
ইউক্রেনে আটক ভারতীয় নাগরিকদের জন্য হেল্পলাইন নাম্বার