জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝে মাঝেই রাশিয়ার প্রেসিডেন্টের অসুস্থতার খবর বাইরে আসে। এর আগেও এসেছে। মারণরোগ ক্যানসারে আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট। কিন্তু তা বলে এর আগে অন্তত কেউ তাঁর মৃত্যুর কথা স্পষ্ট করে বলেনি। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, এই ক্যানসারের জেরে শীঘ্রই মৃত্যু হবে পুতিনের। এক সাক্ষাৎকারে পুতিন নিয়ে এমনই জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা বিভাগের প্রধান। আর পুতিন-ঘনিষ্ঠ বিশেষ সূত্রেই এই খবর মিলেছে বলেও জানিয়ে দিয়েছেন গোয়েন্দা প্রধান। শুধু তাই নয়, তিনি এ-ও জানিয়েছেন, পুতিনের মৃত্যুর পরে এক নেতার হাতেই দেশের ভার হস্তান্তরিত হবে বলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: US Navys Ship in Taiwan Strait: তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ! ভয়ংকর ক্ষুব্ধ চিন কী বলল আমেরিকাকে?


ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা বিভাগের প্রধান কাইরাইলো বুদানোভ সম্প্রতি বিশিষ্ট এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের অসুস্থতার কথা উল্লেখ করেছেন। ভ্লাদিমির পুতিনের অসুস্থতা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন-- অবশ্যই। পুতিন দীর্ঘদিন ধরে অসুস্থ। এবং গুরুতর অসুস্থ। এর পরই ইউক্রেনের গোয়েন্দা প্রধান বলেন, দীর্ঘদিন ধরে ভুগে চলা ক্যানসারের জেরে শীঘ্রই মৃত্যু হবে পুতিনের।


আরও পড়ুন: Real-Life Lady Criminals: এরা দুনিয়ার সবচেয়ে খতরনাক মহিলা,নৃশংসতায় টেক্কা দেয় পুরুষদের!


এর পর প্রশ্ন ছুটে আসে, পুতিনের কবে মৃত্যু হবে বলে তিনি মনে করছেন?


ভয়ংকর এই প্রশ্নের জবাবে ইউক্রেনের গোয়েন্দা প্রধান বলেন, খুব শীঘ্রই মৃত্যু হবে পুতিনের। আমি মনে করি, খুব দ্রুতই এটা ঘটবে। আমি এরকমই আশা করছি। একইসঙ্গে বুদনোভ বলেন, আমরা মনে করছি, এটা ক্যানসার। আমরা এটা পুতিনের ঘনিষ্ঠ-সূত্রে জানতে পেরেছি। আর এভাবে পুতিনের মৃত্যু ঘটলে তাঁর পর রাশিয়ার আরেক নেতার হাতেই ক্ষমতার হস্তান্তর করা হবে বলে তিনি মনে করছেন।


মাঝে মাঝেই পুতিনের অসুস্থতার খবর বাইরে আসে। এর আগে পুতিন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন বলে শোনা গিয়েছিল। তখন দ্রুত তাঁর চিকিৎসা হয়েছিল। তখনও পুতিনের শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব চলছিল, আর তারই মধ্যে পুতিনকে রাশিয়ার ইউক্রেন-হামলায় বিপর্যস্ত এক সেতুতে ঘুরতে দেখা গিয়েছিল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)