Russia-Ukraine War: `আমরা রুখে দিয়েছি ওদের` দৃঢ়প্রতিজ্ঞ ইউক্রেন! তা হলে কি হারার মুখে রাশিয়া?
আমরা এমন একটি জাতি, যারা এক সপ্তাহে শত্রুর পরিকল্পনা ভেঙে দিয়েছি।
নিজস্ব প্রতিবেদন: আমরা ওদের শান্তিতে ঘুমোতে দেব না; আমরা ওদের ছেড়ে দেব না। এই জাতীয় হুঙ্কার প্রায় রোজই ছাড়ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সম্প্রতি তাঁর গলা খুবই আত্মবিশ্বাসী শুনিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন-- আমরা এমন এক জাতি, যারা এক সপ্তাহে শত্রুর পরিকল্পনা ভেঙে দিতে পেরেছি। আমরা রাশিয়ার সেনাদের থামিয়ে দিয়েছি। এর পাশাপাশি তিনি তাঁর দেশের নাগরিকদের রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। একটি ভিডিও বার্তায় তিনি এইসব কথা বলেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাও হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন-- প্রত্যেক দখলদারের জানা উচিত, তারা ইউক্রেনীয়দের কাছ থেকে ভয়ংকর প্রতিক্রিয়া পাবে। আমরা এমন একটি জাতি, যারা এক সপ্তাহে শত্রুর পরিকল্পনা ভেঙে দিয়েছি। আমরা তাদের থামিয়ে দিয়েছি। তাঁর দাবি, এখনও পর্যন্ত তাঁরা রাশিয়ার ৯ হাজার সেনাকে হত্যা করেছেন।
গত সপ্তাহের বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত জারি। কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। তবে এর উল্টো দাবি ইউক্রেনের। তারা বলছে, তারা চোখে চোখ রেখে লড়ছে রাশিয়ার সঙ্গে!
আরও পড়ুন: Olena Zelenska: ইউক্রেন-রাশিয়া সংঘাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এই মহিলার; চেনেন এই সুন্দরীকে?
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)