নিজস্ব প্রতিবেদন: তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) জঙ্গি সংগঠনের নূর ওআলি মেসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করল রাষ্ট্রসংঘ। আল-কায়দার  সঙ্গে হাত মিলিয়ে অর্থায়ন, পরিকল্পনা ও কুকর্ম করছিল মেসুদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ আইএসআইএল এবং আল-কায়দা কমিটি বৃহস্পতিবার ৪২ বছরের মেসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকাভুক্ত করেছে।


আরও পড়ুন: হিংস্র কুকুরের হামলা, বোনকে বাঁচাতে গিয়ে ছোট্ট ভাইয়ের মুখে ৯০টি সেলাই


২০১৮ সালে মৌলানা ফজলুল্লাহর মৃত্যুর পর তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (TTP)  মাথা হয় মেসুদ। ২০১১ সালের জুলাই মাস থেকেই আল-কায়দা সংযোগের কারণে TTP কে ব্ল্যাকলিস্টেড করে রাষ্ট্রসংঘ।


নূরের নেতৃত্বে একাধিকবার পাকিস্তানে জঙ্গি হামলা চালিয়েছে TTP। টাইমস স্কোয়ারে বোমাবাজির ঘটনার দায়ও নিয়েছিল এই জঙ্গি সংগঠন। ২০১০ সালে মার্কিন কনস্যুলেটের বিরুদ্ধে পেশোয়ারে অভিযান চালিয়ে ৬ পাকিস্তানিকে মেরে ফেলেছিল এই জঙ্গি সংগঠন।
মার্কিন SCA ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের এই ঘোষণাকে অভিবাদন জানিয়েছে।