ওয়েব ডেস্ক: হাফিজ সইদ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছর পাকিস্তানের সক্রিয় রাজনীতিতে যোগদানের জন্য ওই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করে জামাত উদ দাওয়ার প্রধান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, মিল্লি মুসলিম লিগের ৭ সদস্যকে লস্কর ই তৈবার মদতকর্তা জঙ্গি হিসাবে চিহ্নিত করা হয়েছে। সঙ্গে জঙ্গিগোষ্ঠী লস্কই ই তৈবাকেও ফের নিষিদ্ধ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে জঙ্গিগোষ্ঠীর সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হবে। জঙ্গিগোষ্ঠীর সঙ্গে কোনও লেনদেন করতে পারবেন না কোনও মার্কিন নাগরিক। 


ইতিমধ্যে হাফিজ সইদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।