জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ চরমে। মঙ্গলবার শেষ পর্যায়ে ভোটগ্রহণ। কমলা না ট্রাম্প, কুর্সিতে কে? নজর রাখছে ভারত। সাতটি সুইং স্টেটের ফলাফলের দিকে নজর। আমেরিকার আগামী প্রেসিডেন্ট কে? নজর বিশ্বের। আমেরিকার মোট ৫০টি প্রদেশে ভোটদানের পদ্ধতিতে বিভিন্নতা রয়েছে। দোদুল্যমান সাতটি প্রদেশের ফল কী হবে তার উপর অনেকটাই নির্ভর করছে ভোটের সামগ্রিক ফল। রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে শেষ মুহূর্তের জনপ্রিয়তার হাড্ডাহাড্ডি লড়াই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Bangladesh: সংখ্যালঘুদের আন্দোলন থামাতে বড় পদক্ষেপ! বাংলাদেশে হিন্দু নেতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা


এযাবত্‍ ভারতীয় বংশোদ্ভূত কমলা কিছুটা এগিয়ে থাকলেও অভিবাসন, কর্মসংস্থানের মতো প্রশ্নে ট্রাম্পের জোর সওয়াল পরিস্থিতিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জনপ্রিয়তার আঁচ কার ভোটবাক্স গরম করবে তা জানতে সারা বিশ্ব অপেক্ষা করছে। সাধারণত ভারতীয় আমেরিকানরা একটু ডেমোক্র্যাট ঘেঁষা। কিন্তু এবার হাওয়া গোলমেলে। অনেকেই ঝুঁকেছেন ট্রাম্পের দিকে। বিশেষ করে ট্রাম্পের হিন্দুঘেঁষা পোস্টের পর, অনেক ভারতীয় আমেরিকানই খোলাখুলি ট্রাম্পকে সমর্থন জানাচ্ছেন।


মার্কিন নির্বাচনের হাওয়া ঘুরিয়ে দেয় সুইং স্টেটগুলি। সেরকমই পেনসিলভেনিয়া। সেখানে বড় সংখ্যায় রয়েছে ইন্ডিয়ান আমেরিকানরা। একইভাবে ফিলাডেলফিয়ায় দ্বিতীয় বৃহত্তম এশিয়ান গোষ্ঠীর মধ্যে, এই ভারতীয় আমেরিকানরাই। ফলে দুই দলেরই দড়ি টানাটানির মধ্যে ইন্দো মার্কিনরা। আমেরিকার নির্বাচনের ইতিহাস সার্বিকভাবে দেখলে দেখা যায় সাধারণত সাদা চামড়ার লোকেরা ট্রাম্পের রিপাবলিকান ঘেঁষা। কৃষ্ণাঙ্গ, হিসপ্যানিক বা ভারতীয়দের মতো এশিয়ানরা ঝুঁকে ডেমোক্র্যাটদের দিকে।


নির্বাচনটি ইলেক্টোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভর করে, যার মোট 538 ভোট। এর মধ্যে রয়েছে হাউসের 435টি আসনের প্রতিটির জন্য একটি নির্বাচনী ভোট, সেনেটের 100টি আসন এবং ওয়াশিংটন ডিসির জন্য তিনটি ভোট। প্রতিটি রাজ্যের নির্বাচনী ভোট সেই রাজ্যের জনপ্রিয় ভোটে জয়ী প্রার্থীর কাছে যায়। 50টি রাজ্যের মধ্যে 43টি নির্ভরযোগ্যভাবে রিপাবলিকান বা গণতান্ত্রিক। মোট ৯৩টি ইলেক্টোরাল ভোট সহ সাতটি সুইং স্টেটের ফলাফল নির্ধারণ করা হবে: পেনসিলভানিয়া (19), মিশিগান (15), এবং মিডওয়েস্টে উইসকনসিন (10), এবং জর্জিয়া (16), উত্তর ক্যারোলিনা (16), অ্যারিজোনা (11), এবং নেভাদা (6) সান বেল্টে।


কমলা হ্যারিস যদিও বেশি নজর দিচ্ছেন সুইং স্টেটগুলির দিকেই। কিন্তু এবার নির্বাচনের ইস্যু হিসেব গোলমেলে করে দিচ্ছে। অভিবাসী নীতি থেকে কর্মসংস্থান, মানুষের ভাবনা এবার অন্যরকম। ওই, হাওয়া বড় গোলমেলে। ভারত ও ভারতীয়রা তাদের মতো করে অঙ্ক কষছে। বাংলাদেশ, চিন থেকে কানাডা, একাধিক ইস্যুতে আমেরিকার সঙ্গে নরম গরম সম্পর্ক পার করছে ভারত। এই অবস্থায় মার্কিনি কুর্সিতে কে, তার গুরুত্ব নয়াদিল্লির কাছে বাড়ছে আরও। 



আরও পড়ুন, Iran: মাহসা আমিনির মতো পরিণতি! কোথায় এখন অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয়ে হাঁটা সেই ইরানি তরুণী


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)