Bangladesh Election 2024: `অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি বাংলাদেশে! তবু কী আর করা`, বার্তা বাইডেনের
সোমবার মার্কিন ও ব্রিটেনের বিদেশ দফতরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘রবিবারে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে হয়নি। তবে আমেরিকা বাংলাদেশের জনগণ এবং তাদের গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশজুড়ে বিভিন্ন জায়গায় হিংসা, ভোট বয়কটের মধ্যে শেষ হয়েছে বাংলাদেশের সংসদ নির্বাচনের ভোটগ্রহণ (Bangladesh Election 2024)। বাংলাদেশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে আওয়ামী লিগ। সংসদের ২৯৭ আসনের মধ্যে শেখ হাসিনার দল পেয়েছে ২২৩ আসন। জাতীয়পার্টি পেয়েছে ১১ আসন, নির্দল পেয়েছে ৬২ আসন। ভোট বয়কট করেছিল বিএনপি। নির্বাচনে টানা চতুর্থবার সরকার গড়ে বিশ্বে নজির গড়েছেন মুজিবকন্যা শেখ হাসিনা। কিন্তু ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু বা অবাধ কোনওটাই হয়নি। দাবি করল আমেরিকা।
আরও পড়ুন, French Prime Minister: প্রকাশ্যে প্রধানমন্ত্রীর যৌনজীবন! সমপ্রেম নিয়ে তুঙ্গে চর্চা...
সোমবার মার্কিন ও ব্রিটেনের বিদেশ দফতরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘রবিবারে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে হয়নি। আমেরিকা বাংলাদেশের জনগণ এবং তাদের গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।’ মার্কিনের বিদেশ দফতর বলেছে, এই নির্বাচনে সব দল অংশ নেয়নি। তবে আমেরিকা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো–প্যাসিফিক অঞ্চল বিষয়ে যে পরিকল্পনা আছে, তা এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।
প্রসঙ্গত, নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ৩০০টি আসনের মধ্যে ২২৪টি জয়ী আওয়ামী লীগ। বিরোধী নির্দলরা পেয়েছে ৬০টি। আর জাতীয় পার্টি ১১টি। অন্যান্যরা ৩টি। ভোট পড়েছে ৪১.৮ শতাংশ। অর্থাত ৫০ শতাংশের কম ভোটে পুনরায় সরকার গড়েছেন শেখ হাসিনা। কিন্তু নির্বাচন সংক্রান্ত উদ্বেগের কারণে দ্বিপক্ষীয় সহযোগিতার দরজা বন্ধ করতে না দেওয়ার ইঙ্গিতে, কৌশলগত ক্ষেত্রে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুরুত্বও মার্কিন মুলুক তুলে ধরেছে।
আরও পড়ুন, Bangladesh Election 2024: ঢক্কানিনাদই সার, বাংলাদেশের ভোটে মুখ থুবড়ে পড়ল তৃণমূল
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)