নিজস্ব প্রতিবেদন: এ বার রসিকতার ছলে ভোটে কারচুপির অভিযোগ আনলেন বিদায়ী আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনও তাঁর দাবি, ভোটে তিনিই জিতেছেন। এ বারের আমেরিকার ভোটকে তিনি 'ডিসগ্রেস টু আওয়ার কান্ট্রি' বলে উল্লেখ করেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওভাল অফিসে জয়ী প্রাপকদের হাতে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দিলেন ট্রাম্প। পরে ওভাল অফিস থেকেই সাংবাদিক বৈঠক করেন তিনি। জো বাইডেন শিবিরের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এনে তাঁর দাবি, তাঁকে অন্যায় ভাবে হারানো হয়েছে। ট্রাম্প এমনকি এমনও বলেন, 'ভোটে এ বার যে ভয়ঙ্কর কারচুপি হয়েছে, তাতে মনে হচ্ছে আমেরিকা কোনও তৃতীয় বিশ্বের দেশ! রিগিং আর রিগিং!'


ট্রাম্পের এই 'তৃতীয় বিশ্ব' মন্তব্য নিয়ে স্বভাবতই শুরু থেকেই বিতর্ক বাধে। ডেমোক্র্যাটরা বলছেন, ক্ষমতার নেশায় এ ভাবে দেশকে খাটো করছেন ট্রাম্প। আর একদল অন্যরকম সমালোচনা করছেন তাঁর ওই 'তৃতীয় বিশ্ব' শব্দটির। এতে তৃতীয় বিশ্বের দেশগুলিকেও খাটো করা হয়েছে বলে মত তাঁদের।