জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট আমেরিকায়। বিশ্বের রাজনীতির নিরিখে খুবই বড় ঘটনা। আর এহেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রয়েছে বাংলা ভাষাও! আশ্চর্য হচ্ছেন? না, আশ্চর্য হওয়ার কিছু নেই। ঘটনা তাই-ই। যা নিয়ে বাঙালি তথা ভারতীয়রা শ্লাঘা বোধ করতেই পারে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Malda: ফের ধর্ষণ-কাণ্ডে উঠে এল সিভিক ভলান্টিয়ারের নাম! ব্যবস্থা নেয়নি পুলিস, দাবি নির্যাতিতার...


ভোট হবে মার্কিনমুলুকে, আর স্বাভাবিক ভাবেই ভোট হবে নিউ ইয়র্কেও। নিউ ইয়র্ক এমন এক শহর যেখানে সব রকম ভাষাজাতিধর্মবর্ণের মানুষ মিলেমিশে থাকেন। এক দারুণ মিশ্র সংস্কৃতির উদাহরণ এই শহর। অন্তত ২০০টি ভাষাভাষীর মানুষ থাকেন এই শহরে। এ হেন নিউইয়র্কে এ বছরের নির্বাচনের ব্যালট পেপারে ইংরেজি ছাড়াও থাকছে আরও চার ভাষা। যার মধ্যে রয়েছে একটিই ভারতীয় ভাষা। কোনটি? বাংলা! অর্থাৎ, বাংলা ভাষা জানা থাকলেই কেউ নিউইয়র্কে বসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে অংশ নিতে পারবেন!


নিউ ইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশনের কার্যনির্বাহী পরিচালক বলেছেন, ইংরেজি ছাড়াও আরও চারটি ভাষায় ব্যালট ছাপতে হয়েছে-- চাইনিজ, স্প্যানিশ, কোরিয়ান। এবং এশীয় ভাষা হিসেবে বাংলা। কিন্তু, ব্যালটের ভাষা হিসেবে বাংলাকে কেন বেছে নেওয়া হল? বোর্ড অব ইলেকশনের তরফে জানানো হয়েছে, ভারতের অনেক ভাষা। আলাপ-আলোচনা করেই বাংলা ভাষাকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তবে, এই প্রথম নয়। নিউ ইয়র্কের ব্য়ালট পেপারে বাংলা ভাষা এর আগেও জায়গা পেয়েছিল। ২০১৩ সালে প্রথমবার কুইন্স এলাকায় বাংলায় অনুবাদ করা ব্যালটের ব্যবস্থা হয়েছিল। নিউ ইয়র্কের বাংলাভাষী জনসংখ্যার মধ্যে যেমন ভারতীয়রা আছেন, তেমনই বাংলাদেশিরাও আছেন।


আরও পড়ুন: Puri Jagannath Temple: পুরীর মন্দিরের দেওয়ালে এ কী? তড়িঘড়ি ডাকা হল...


খুব স্বাভাবিক ভাবেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ তুঙ্গে। মঙ্গলবার শেষ পর্যায়ে ভোটগ্রহণ। কমলা না ট্রাম্প, কুর্সিতে কে?-- এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে। সাতটি সুইং স্টেটের ফলাফলের দিকেই মূলত নজর। আমেরিকার মোট ৫০টি প্রদেশে ভোটদানের পদ্ধতিতে বিভিন্নতা রয়েছে। সাতটি সুইং স্টেটের ফল কী হবে, তার উপরই মূলত নির্ভর করছে ভোটের সামগ্রিক ফল। রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি?


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)