পাকিস্তানকে `শায়েস্তা` করার অনেক পথ আছে, জানাল মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্টের পর পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ওয়াশিংটন।
ওয়েব ডেস্ক: শুধু আর্থিক সাহায্য বন্ধ করাই নয়, বরং পাকিস্তানকে 'শায়েস্তা' করতে আরও পথ খোলা রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালিবান ও হক্কানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদের উপরে চাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার কথা টুইট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প প্রশাসনের শীর্ষ আধিকারিক বলেন, ''নিরাপত্তা সহযোগিতা ছাড়াও পাকিস্তানকে সামলানোর অনেক পথ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। হক্কানি ও তালিবান জঙ্গিদের বিরুদ্ধে তারা যাতে ব্যবস্থা নেয়, সেই চেষ্টা করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে কারও সংশয় থাকা উচিত নয়। সব বিকল্পই হাতে রয়েছে।''
আরও পড়ুন- গোপনে তৃতীয় বার বিয়ে করলেন ইমরান খান?
কী ব্যবস্থা নেবে মার্কিন যুক্তরাষ্ট্র? এনিয়ে অবশ্য মুখ খোলেননি ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্তা। তাঁর কথায়, ''এখন এব্যাপারে কিছু বলা সম্ভব নয়। সব বিকল্পই আছে। সন্ত্রাস দমনে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করতে চাই।''
১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোমাল্ড ট্রাম্প টুইট করেছিলেন, ''গত ১৫ বছরে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানকে দিয়ে বোকামি করেছি। মিথ্যা ছাড়া ওরা কিছুই দেয়নি। আমাদের নেতাদের বোকা ভেবেছেন। সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় তারা। ওদের থেকে সামান্য সাহায্য নিয়ে আফগানিস্তানে সন্ত্রাস খতম করি আমরা। আর নয়!''