ওয়েব ডেস্ক: ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দুঃসংবাদ। আউট সোর্সিংয়ে নিয়ন্ত্রণ আনতে বিল পেশ হল মার্কিন সংসদে। ডেমোক্রেটিক সাংসদ বিল পাসক্রেল এবং রিপাবলিকান সাংসদ ডানা রোহরাব্যাখ্যার মিলিতভাবে এই বিল এনেছেন। বিলে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও কোম্পানি তার মোট কর্মীর সর্বাধিক ৫০ শতাংশ H1B ও L1 ভিসা হোল্ডার রাখতে পারবে। অর্থাত্‍ অন্তত অর্ধেক কর্মীকে মার্কিন নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। কারণ হিসেবে বলা হচ্ছে, মার্কিন তরুণ-তরুণীদের কাজ দিতেই এই বিল। 


বিল পাস হলে, ধাক্কা খাবে ভারতীয় কোম্পানিগুলি। অনেক বেশি খরচ করে মার্কিন কর্মীদের নিয়োগ করতে হবে তাদের। আবার ভারতীয় তথ্যপ্রযুক্তিবিদরাও কাজ হারাবেন। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের ৬০ শতাংশ কর্মসংস্থানই হয় মার্কিন আউটসোর্সিং থেকে।